“এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ IQAC-এর ওয়েবসাইট উদ্বোধন”

ক্যাম্পাস ডেস্ক:এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ IQAC-এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ০৩ জানুয়ারী এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর “Institutional Quality Assurance Cell (IQAC)”-এর পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীমুল হাসান-এর সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে IQAC-এর ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়েও IQAC-বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে আন্তর্জাতিক মানে উন্নিত করার লক্ষ্যে সকল স্তরে IQAC-এর নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার (অ.দা) ও পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ শাহরিয়ার কবির, কৃষি অনুষদের ডীন ও রেজিষ্ট্রার (অ.দা) ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ মকবুল হোসেন, পরিচালক (পিআরডি) ড. মোঃ সোহেল আল বেরুনী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান, কৃষি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফুল আরিফ, আইন বিভাগের বিভাগীয় প্রধান এসএম শহীদুল ইসলাম সহ সকল শিক্ষকবৃন্দ।