নোভিভো হেলথকেয়ার লিমিটেডের বার্ষিক সেলস মিটিং অনুষ্ঠিত

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

বিজসনস ডেস্ক: দেশের অন্যতম ভেটেরিনারি মেডিসিন কোম্পানী নোভিভো হেলথকেয়ার লিমিটেডের বার্ষিক সেলস মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার, ১০ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে এ মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত সেলস মিটিং-এ উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান সায়েম উল হক,ম্যানেজিং ডিরেক্টর, মো তৌহিদ হোসেন, বিজনেস ম্যানেজার, ডা মো মিজানুর রহমান, ইনস্টিটিউট সেলস লিডার, কৃষিবিদ সুরুজ্জামান শুভ, এসিস্ট্যান্ট ম্যানেজার, ইনস্টিটিউট সেলস, ডা মো মুস্তাফিজুর রহমান পাপ্পু , এসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস) দেবাশীষ সরকার,  রিজিওনাল সেলস ম্যানেজার (বরিশাল) ডা তপুব্রত বিশ্বাস, রিজিওনাল সেলস ম্যানেজার (চট্টগ্রাম) মো আসিফ ইকবাল আলমগীর, রিজিওনাল সেলস ম্যানেজার (ঢাকা) মো আবদুল হাই, রিজিওনাল সেলস ম্যানেজার (ময়মনসিংহ) মো আশরাফ উদ্দিন, রিজিওনাল সেলস ম্যানেজার (বগুড়া) মো মোস্তফা সারোয়ার, দেশের বিভিন্ন অঞ্চলের মার্কেটিং অফিসার বৃন্দ, হেড অফিসের কর্মকর্তা বৃন্দ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস ম্যানেজার ডা মো মিজানুর রহমান বিগত বছরের সেলস নিয়ে আলোচনা করেন। নতুন বছরে আরো ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন। ইনস্টিটিউট সেলস লিডার, কৃষিবিদ সুরুজ্জামান শুভ ইনস্টিটিউট পর্যায়ে ২০২০ সালের সাফল্য নিয়ে সকলের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ২০২১ সালের বাজেট  সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।  

ম্যানেজিং ডিরেক্টর মো তৌহিদ হোসেন গেল বছরের রিটেইল মার্কেটে অর্জিত সেলস ,কালেকশন নিয়ে আলোচনা করেন। করোনা মহামারীর মধ্যেও ভালো সেলস অফিসারদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নতুন বছরের বাজেট নিয়েও বিশদ আলোচনা করেন।

চেয়ারম্যান সায়েম উল হক সারাদেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নতুন বছরে সেলস স্ট্রাটেজি নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। নতুন বছরে সেলস টিমের কার্যক্রম নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন।

২০২০ সালের সেলস, মার্কেটিং, কালেকশনের উপর ভিত্তি করে ৩ জন মার্কেটিং অফিসারকে পুরস্কৃত করা হয়। ১ম স্থান অর্জন করেন মো শাহজালাল সরকার , ১ম রানার্স আপ মো রোকন উদ্দিন মণ্ডল , ২য় রানার্স আপ মো ফাহিম হাসান। বছর ব্যাপী পারফরম্যান্সে সেরা রিজিওনাল ম্যানেজার হিসেবে পুরষ্কার গ্রহন করেন চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মো আসিফ ইকবাল আলমগীর।