চা-কে কৃষিপণ্য হিসাবে ঘোষণার দাবি দাবি জানিয়েছে বাংলাদেশ চা এসোসিয়েশন

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: চা-কে কৃষিপণ্য হিসাবে ঘোষণা করার জন্য কৃষিমন্ত্রীর নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ চা এসোসিয়েশনের (বিটিএ)। কৃষিপণ্য হিসাবে গণ্য করা হলে কৃষিখাতের মতো চা শিল্পেও স্বল্প হারে বা ৪% সুদে ঋণ পাওয়া যাবে এবং চা শিল্প টেকসই ও লাভজনক হবে।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ-এর সঙ্গে বৈঠককালে বাংলাদেশ চা এসোসিয়েশনের (বিটিএ) নের্তৃবৃন্দ এ দাবি জানান। বৈঠকে বিটিএ প্রতিনিধিদল চা শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যাও তুলে ধরেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিটিএ’র প্রতিনিধিদলকে এসময় জানান মন্ত্রী।

এসময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং বিটিএ’র চেয়ারম্যান কামরান টি রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল বশরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।