প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে শ্রীপুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গাজিপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীপুর, গাজীপুর-এর ব্যবস্হাপনায় প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।  

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ-এর সহযােগীতায় এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে শ্রীপুর উপজেলা ডেইরী ফার্মারস এসোসিয়েশন এবং শ্রীপুর উপজেলা পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা তাসলিমা মোস্তারী, ডাঃ মোহাম্মদ রুকুনুজ্জামান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শ্রীপুর; ডাঃ মোঃ সামিউল বাছির, ভেটেরিনারি সার্জন,  প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, শ্রীপুর, উপজেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি প্রবীন সাংবাদিক এম এ মতিন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব তোফাজ্জল হোসেন, উপজেলা ডেইরী খামার মালিক সমিতির সভাপতি জনাব মাসুদ সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম জেমি, ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।