চুনারুঘাটে রবি মৌসুমে রাসায়নিক সার বিতরন

আসাদুল্লাহ:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্দোগে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাষাবাদে কৃষকদের মাঝে ৫০ একর জমির জন্য ৯৩ জন কৃষকের মাঝে ইউরিয়া, টিএসপি, এমওপিসহ মোট ৫ প্রকার রাসায়নিক সার (১২ হাজার ২’শ কেজি) বিতরণ করা হয়। উক্ত সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ আব্দুল কাদির লস্কর, উপজেলা চেয়ারম্যান, চুনারুঘাট, হবিগঞ্জ।

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন যে আমাদের মানীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমি যেন পতিত না থাকে সে দিকে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। আপনার সব সময় কৃষি বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারি কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক আপনার জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করবেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ লুৎফুর রহমান মহালদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ রজব আলী, কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন নুরুল ইসলাম খান, উপসহকারী কৃষি কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মো. জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা, চুনারুঘাট, হবিগঞ্জ। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব সাইদুর রহমান।