মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার নামুজায় ফ্রি ভ্যাকসিনেশন, ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও গবাদিপশুর কৃমিমুক্তকরন কার্যক্রম

এগ্রিলাইফ২৪ ডটকম:মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা প্রানিসম্পদ দপ্তর বগুড়া সদর কর্তৃক নামুজা ইউনিয়নে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প ও গবাদিপশুর কৃমিমুক্তকরন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩০ ডিসেম্বর বুধবার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবু সুফিয়ান সফিক।

অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃমাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ। এছাড়াও প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোছাঃফারজানা আক্তার ও ডাঃ তুষার আহমেদ এবং উপসহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রানিসম্পদ দপ্তর বগুড়া সদর কর্তৃক প্রান্তিক পর্যায়ে গবাদিপশু পালনকারীরা এ ধরনের প্রি সেবা পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত সুধীজনরা মনে করেন সরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত করার অনুরোধ করেন সংশ্লিষ্টরা গণপ্রতিনিধিগণ।