অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Category: সমসাময়িক Written by agrilife24

মোঃ রওশন জামাল জুয়েল:মাতৃভাষা ও মাতৃভুমির  প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের চেতনা বুকে নিয়ে ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১’। বাংলাদেশী স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজন করেছে এই মহান অনুষ্ঠান।

বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১’ এর অনুষ্ঠানে।  ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙ্গালীর গৌরবময় আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশী স্টুডেন্ট এসোসিশেনের সভাপতি পিএইচডি ফেলো মোঃ কামরুল হাসান। ইতিহাসের বাঁকে বাঁকে বাঙ্গালীর গৌরব ও আত্মত্যাগের কথা তুলে ধরেন পিএইচডি ফেলো মোঃ রওশন জামাল জুয়েল। শিশু কিশোরদের মধ্যে এ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

স্বদেশের মর্যাদা ও মাতৃভাষার সম্মান সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২১’ এর  অনুষ্ঠান।