সাম্প্রতিক সময়ে দেয়া প্রণোদনা অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে-ডিএই ডিজি

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): সাম্প্রতিক সময়ে দেয়া প্রণোদনা ও পুনর্বাসন অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। এরই অংশ হিসেবে চলতি বছর ৫৬ লাখ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ২ লাখ হেক্টর জমিতে হাইব্রিড ধানের বীজ ব্যবহারের আওতায় আনা হয়েছে। এখন প্রয়োজন যথাসময়ে নিয়মিত মাঠ ও অফিসের উপস্থিতি নিশ্চিতকরণ। দক্ষিণাঞ্চল খুবই সম্ভাবনাময় এলাকা। এখানকার কৃষির অনেক সুযোগ রয়েছে। তা অবশ্যই কাজে লাগাতে হবে। আজ বরিশালের খামারবাড়িতে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)  মহাপরিচালক  মো. আসাদুল্লাহ্ এসব কথা বলেন।

ডিএই আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরেজমিন উইং’র পরিচালক একেএম মনিরুল আলম, হর্টিকালচার উইং’র পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, প্রশিক্ষণ উইং’র পরিচালক মো. আলিমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।

পটুয়াখালী সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, পিরোজপুরে উপপরিচালক চিন্ময় রায়, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক জাহিদুল আলম, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের পরিচালক ড. মো. আইউব আলী, বরিশালের অতিরিক্ত উপপরিচালক মোসামৎ মরিয়ম, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন, ইন্দুরকানীর উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা প্রমুখ।  মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের জেলা-উপজেলা পর্যায়ের শতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।