ফরিদপুর সদরের চরাঞ্চলে পতিত জমিতে মাসকলাই চাষের ওপর মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): চরাঞ্চলে বারি মাসকলাই-৩’র আবাদ শীর্ষক কৃষক মাঠদিবস ১৩ জানুয়ারি ফরিদপুর সদরের ডিক্রির চরে অনুষ্ঠিত হয়। মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, বারি মাসকলাই-৩’র উৎপাদন স্থানীয় জাতের চেয়ে অনেক বেশি। রোগবালাই কম হয়। তাই লাভও হয় আশানুরূপ। সে কারণেই চরাঞ্চলে এ জাতের মাসকলাই চাষে রয়েছে যথেষ্ট সম্ভাবনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএআরআই ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহমেদ। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু, এসও মো. মামুনুর রশিদ প্রমুখ।

বাংলাদেশের তৈলবীজ ও ডাল ফসলের গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ মাঠদিবসে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ডাল ফসল চাষের মাধ্যমে মানুষের পুষ্টি নিরাপত্তার পাশাপাশি গৃহপালিত প্রাণীর খাদ্যের যোগান দেন। সে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।