সিলেটের কানাইঘাটের সাতবাঁক ইউনিয়নে সমলয়ে চাষাবাদ পরির্দশনে ডিএই 'র উদ্ধর্তন কর্তৃপক্ষ

এগ্রিলাইফ২৪ ডটকম:সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ৫০ একর জমিতে সমলয়ে চাষাবাদ পরির্দশন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক এ.কে.এম.মনিরুল আলম। আজ শনিবার (৯ জানুয়ারী) বিকেল ৩ টায় সমলয়ে চাষাবাদ পরিদর্শন করে ডিএই 'র উদ্ধর্তন কর্তৃপক্ষ ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো:সালাহ উদ্দিন,প্রকল্প পরিচালক ড.বিজয় কৃষ্ণ বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো:আবুল হারিছ,চিন্ময় কুমার চন্দ,আলমগীর হোসেন,নজরুল ইসলাম,কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর শামিম কামরুল,সুলতান আহমদ,মখলিছুর রহমান,কালাম আহমদ,বুরহান উদ্দিন,ফয়জুর রহমান,আব্দুল ওকিল,আব্দুল হালিম,অহিদুর রাহমান,আলী আহমদ,হাফিজ সুলতান আহমদ ,আব্দুল বাছিত, রফিকুল হক বেবুল প্রমুখ।