খেলাধুলা ছেলেমেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে-কৃষিমন্ত্রী

Category: ফোকাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খেলাধুলা ছেলেমেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে। খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের মাধ্যম। এর মাধ্যমে সুস্থ চিন্তা চেতনার বিকাশ ঘটে। এদেশের অনেক ছেলেমেয়ে বিপথে পরিচালিত হয়- মাদকগ্রহণ, জঙ্গিবাদে জড়িয়ে পড়াসহ নানা অপকর্মে লিপ্ত হয়। খেলাধুলাসহ এরকম সুস্থ বিনোদনে ছেলেমেয়েরা সম্পৃক্ত ও জড়িত থাকলে নির্মল আনন্দ পাওয়ায় সাথে সাথে তাদের মন প্রফুল্ল  থাকবে, তারা ভাল কাজে মন দিতে পারবে। এবং ছেলেমেয়েরা বিপথে যাবে না।

কৃষিমন্ত্রী শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ' হাডুডু' প্রতিযোগিতার উদ্বোধনকালে বক্তৃতায় এসব কথা বলেন।  

এসময় এই প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সোহরাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সরকারসহ অসংখ্যা ক্রাড়ামোদী উপস্থিত ছিলেন।