রাজধানী প্রতিনিধি: উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পণ্যের গুণগত মানও নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমাদের কমিটমেন্ট ঠিক রাখতে হবে। মৎস্য ও প্রাণি খাদ্য উৎপাদনকালে যেন কোনোভাবেই ভেজাল মেশানো না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ীদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সকল বাধা দূর করার জন্য তিনি আহবান জানান।
শনিবার (০২ মার্চ) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট-এর ৩ ডি হলে বাংলাদেশ এ্যাকোয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এমপি।
অনুষ্ঠানে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার-২, বিশেষ অতিথি ডা. মো. নজরুল ইসলাম এমপি, ময়মনসিংহ-৫, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক বক্তব্য প্রদান করেন।
নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, মোঃ মনিরুল হক খান সহ আরো অনেকে বত্তব্য প্রদান করেন।
বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানীজ অ্যাসোসিয়েশন (বাপকা) এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের বর্তমান পরিচালনা পর্ষদে উপদেষ্টা পদে রয়েছেন মোঃ আশেক উল্লাহ রফিক এমপি। অন্যান্য পদে রয়েছে সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান, সহ-সভাপতি সনাতন ঘোষ, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, মোঃ মনিরুল হক খান, সহ - সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন, কোষাধ্যক্ষ মোহতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, নির্বাহী সদস্য মোহাম্মদ তারেক সরকার, নির্বাহী সদস্য আফতাব আলম, নির্বাহী সদস্য জুবায়ের আব্দুল্লাহ জামান, নির্বাহী সদস্য মো: খায়রুল কবীর, নির্বাহী সদস্য মো: আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য শহিদুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য ডা. মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আজীম, নির্বাহী সদস্য তাহমিনা আক্তার লিমা, নির্বাহী সদস্য মদন কুমার বর্মন এবং এক্স অফিসিও মো. ইয়াহিয়া সোহেল।
একটি সুখী ও সমৃদ্ধি জাতি বিনির্মানের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের ক্ষেত্রে বাপকার সকল সদস্য একযোগে কাজ করবেন বলে আমনিত্রত সকল অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন।